উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৩১ শে আগষ্ট ২০২১ : মঙ্গলবার : এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হলো ময়নাগুড়িতে। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ওই নাবালিকার নাম চন্দনা রায় (১৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের রাখালের হাট সংলগ্ন বাংলারঝাড় এলাকায় সোমবার রাত দেড়টা নাগাদ চন্দনার শোয়ার ঘরে পরিবারের সদস্যরা ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর তাকে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা চন্দনাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত চন্দনা রায়ের বাবা বুধেশ্বর রায় কেরলে রাজমিস্ত্রির কাজ করেন। পরিবার সূত্রে জানা গেছে, চন্দনা সিঙ্গিমারী চন্দ্রদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করতেন। সোমবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যায় চন্দনা। এরপর গভীর রাতে আনুমানিক দেড়টা নাগাদ বাড়ির লোক তার শোয়ার ঘরে ঝুলন্ত দেহটি দেখতে পান।