উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : নাগরাকাটা : ১ লা সেপ্টেম্বর ২০২১ : বুধবার : মঙ্গলবার বিকেল থেকে নাগরাকাটার জলঢাকা রেলসেতুর কাছে নদীর মাঝখানে একটি মৃতদেহ আটকে রয়েছে। জলঢাকা নদীতে বর্তমানে এতটাই জল যে পুলিস সেখানে পৌছুতে পারছে না।
বুধবার দুপুর পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা যায়নি বলেই জানা গিয়েছে। শেষে নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার ক্রান্তি থেকে একটি এন.ডি.আর.এফ. এর দল ডেকেছে, তারা এলেই মৃতদেহ উদ্ধার করা যাবে বলে জানিয়েছেন তিনি। যদিও ঘটনাস্থলে মৃতদেহটিকে পর্যবেক্ষণে রেখে নাগরাকাটা থানার পুলিস। তবে পুরুষ না মহিলা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না।
অবশেষে বুধবার বিকেলে নাগরাকাটা এলাকার জলঢাকা নদীর মাঝখান থেকে এন.ডি.আর.এফ. এর দল এসে মৃতদেহ উদ্ধার করলো। পুলিসের অনুমান মৃতদেহটি ৪৫ বছর বয়সের পুরুষ হতে পারে। তবে এখনো পর্যন্ত তার নাম এবং পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে নাগরাকাটা থানার পুলিস।