উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১ লা সেপ্টেম্বর ২০২১ : বুধবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : জালনোট পাচারের ঘটনায় মুম্বাইয়ের দুই পাচারকারি সহ মোট তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষ টাকার জালনোট। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার বাবুরবনা স্ট্যান্ডের কাছ থেকে ওই তিনজন জালনোট পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া পাঁচ লক্ষ টাকার জাল নোটগুলি সবই ৫০০ টাকার বলে জানিয়েছে পুলিশ। বুধবার ধৃত ওই তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য মালদা আদালতে পেশ করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম ইফতিকার মুক্তার আহমেদ আনসারী (৩৯), মহম্মদ ওয়াসিম খান (৩৭) এবং মহম্মদ আশরাফুল শেখ (৩৬)। ধৃত প্রথম দুইজনের বাড়ি মহারাষ্ট্রের মুম্বাইয়ের রায়গর এলাকায়। অপর ধৃতের বাড়ি মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর এলাকায়। মোথাবাড়ির ওই দুষ্কৃতির কাছ থেকেই ৫ লক্ষ টাকার জালনোট কেনার উদ্দেশ্যেই মুম্বাই থেকে ওই দুইজন জালনোট কারবারি মালদায় এসেছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকেই গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ৫ লক্ষ টাকার জাল নোট লেনদেনের কাজ করে ফেলেছিল অভিযুক্তরা। এরপর বাবুরবনা স্ট্যান্ডের কাছে গাড়ি ধরার অপেক্ষায় ছিল। কালিয়াচক থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন, উদ্ধার হওয়া জালনোটগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।