উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২ রা সেপ্টেম্বর ২০২১ : বৃহস্পতিবার : রাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে মালবাজার মহকুমা জুড়ে। যার ফলে বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে। ঘীস, চেল, লীস, তিস্তা নদীর জল হুহু করে বাড়ছে। এদিন গাজোলডোবায় তিস্তা ব্যারেজে ১৮ টি লক গেট খুলে দেওয়া হয়েছে। আর এই লক গেট দিয়ে ২০০০ কিউমেক জল যাচ্ছে প্রতি ঘটনায় বলে জানা গেছে।
যার ফলে তিস্তার ডাউন স্টিমে বহু বাড়ি জল মগ্ন হয়েছে। বিশেষ করে চাপাডাঙ্গা এলাকায় জল মগ্ন হয়েছে বেশ কিছু বাড়ি। অন্য দিকে ডামডিম এলাকায় কৃষি জমিতে জল জমে যাওয়া সমস্যায় কৃষকেরা। রাত থেকে পাহাড় এবং সমতলে একটানা বৃষ্টির কারনে বৃহস্পতিবার ভোরে ঘীস নদী সংলগ্ন এলাকায় রোমতি খোলার জল ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রবাহিত হয়েছে।