উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২ রা সেপ্টেম্বর ২০২১ : বৃহস্পতিবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। স্থানীয়দের তৎপরতায় এক জনকে জীবিত উদ্ধার করা সক্ষম হলেও অপরজনকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার হয়। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের হাজান ঘাট এলাকায়। কালিন্দী নদীতে ডুবে মৃত্যু হয় এক এগারো বছর বয়সের কিশোরের। ঘটনায় শোকাহত পরিবার সহ এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা গেছে মৃত কিশোরের নাম অভি মন্ডল ১১ বছর বয়স। নাজিরপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অভি তার এক বন্ধুকে সাথে নিয়ে বাড়ি থেকে সামান্য দূরে নদীতে স্নান করতে যায়। নদীতে নেমে মুহূর্তে তলিয়ে যায় দুই কিশোর। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে খোঁজ শুরু করে। খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ কর্মীরা। তল্লাশি চালাতেই একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সক্ষম হয়। তবে অপর কিশোরকে প্রায় ঘণ্টাখানেক পর নদী থেকে উদ্ধার করতে সক্ষম হলেও মৃত অবস্থায় উদ্ধার হয়। তড়িঘড়ি দুজনকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অপরজনের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনায় মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। ঘটনার জেরে শোকাহত গোটা এলাকার মানুষ।