উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২ রা সেপ্টেম্বর ২০২১ : বৃহস্পতিবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল ওয়ার্ডের ভিতর রোগীর আত্মীয় ছবি তোলায় তাকে বাধা দিতে গেলে কর্তব্যরত এক সিস্টারকে হাত মোজকে দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয় বিরুদ্ধে। বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল ওয়ার্ড এর ভিতরে। শুধু তাই নয় রোগীর আত্মীয় প্রশিক্ষণপ্রাপ্ত জুনিয়র চিকিৎসকদের সাথে অসভ্য আচরণ করে। খবর পেয়ে মেডিকেল কলেজ ক্যাম্পের পুলিশ ওই দুই মহিলাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। কর্তব্যরত সিস্টার এর অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালে এসে অভিযুক্ত ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায় পাতানি মন্ডল নামে এক বৃদ্ধা বুধবার শ্বাসকষ্ট অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার বাড়ি হবিবপুর থানা আইহো হরিতলা এলাকায়। পরিবারের তার দুই সদস্য অভিযুক্ত রিতা মন্ডল ও রমা মন্ডল বুধবার দুপুরে তাকে দেখতে আসে। তখনই রিতা মন্ডল তার মোবাইল ফোন থেকে ওয়ার্ড এর ভিতরে ছবি তুলতে শুরু করে। বিষয়টি কর্তব্যরত সিস্টার এর চোখে পড়লে সে তাকে ছবি তুলতে বারণ করে তবুও অভিযুক্তরা তা না শুনে আবার ছবি তুলতে শুরু করে। তখনই ওই কর্তব্যরত সিস্টার তার মোবাইল তার হাত থেকে নিতে গেলে অভিযুক্তরা সিস্টারের ডান হাত মুছরে দেয়। ওই সিস্টারের চিৎকারে জুনিয়ার ডাক্তারা বিষয়টি দেখতে পেয়ে ছুটে এলে তাদের সাথে ওই অভিযুক্ত মহিলারা অসভ্য আচরণ করে। ঘটনাস্থলে নিবন্ধনের পুলিশ দুই জন অভিযুক্তকে গ্রেফতার করে ইংলিশ বাজার থানায় নিয়ে আসে। এই বিষয়ে আহত সিস্টার থানায় লিখিত অভিযোগ করে। তদন্ত শুরু করেছে পুলিশ।