উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২ রা সেপ্টেম্বর ২০২১ : বৃহস্পতিবার : ফের জলবন্দি জলপাইগুড়ি শহরের কয়েকটি ওয়ার্ডের মানুষ। বুধবার রাত থেকে টানা বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ হয়েছে উত্তরবঙ্গ সহ জলপাইগুড়িতে।
টানা ভারী বৃষ্টির ফলে জল জমেছে একাধিক জায়গায়। জল জমে রয়েছিল পান্ডাপাড়া, মহমায়া পাড়া, হরিজন বসতি, সার্ফ মোড়, নিউটাউন পাড়া। যদিও দিন গড়ার সাথে জল জমার পরিমাণ অনেকটাই কমে যায়। জলজমার ফলে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সকালে সবজি কিংবা মাছ ব্যবসায়ীদের। যদিও এই বার জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় জল জমার ছবি সে রকম দেখা যায় নি। বৃহস্পতিবাই দেখা গেল এই ধরনের জলবন্দির দৃশ্য।