উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৪ ঠা সেপ্টেম্বর ২০২১ : শনিবার : কিছুদিন আগে ওদলাবাড়িতে তৈরি হয়েছে ঝা চকচকে ফোর লেনের পাকা রাস্তা। ওদলাবাড়ি থেকে ক্রান্তি পর্যন্ত এই ঝা চকচকে রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ। রাজ্য সরকারে উদ্যোগে তৈরি হয়েছে এই রাস্তা। তবে সব ঠিকঠাক ধাকলেও ফোর লেনের রাস্তার মাঝে ডিভাইডারগুলো ফাঁকা অবস্থায় পড়ে ছিল। তাই এবার এই ডিভাইডারের মাঝে গাছ লাগানোর কর্মসুচি নিলো ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি।
ন্যাসের পক্ষ থেকে ৩০০ টি কামিনী ফুলের চারা রোপণ করা হয়েছে শুক্রবার রাতে। ন্যাসের সদস্য আশিক আলি বলেন, কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঝাউ গাছ লাগানো হয়েছিলো। তবে কিছু কিছু জায়গা ফাঁকা ছিল এবং কিছু ঝাউ গাছ গরু খেয়ে নিয়েছে ছিল। তাই এবার আমরা সংস্থার পক্ষ থেকে নব নির্মিত ডিভাইডারে ৩০০ টি কামিনী ফুলের গাছ লাগাই। এই সব গাছগুলোর পরিচর্যাও করবো আগামী দিনে।