উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৮ ই সেপ্টেম্বর ২০২১ : বুধবার : বর্ষার সময় যখনই কোন বিপদ ঘটে, তখনই সেই সব এলাকায় ছুটে আসে তিস্তা রঙ্গিত রেসকিউ সেন্টার।
নদীতে যতই জল থাকুক বা বৃষ্টি, জীবনের ঝুকি নিয়েই এই দলের সদস্যরা নদীতে নেমে উদ্ধার কাজ করছে গত কয়েক বছর ধরে। আর এই রেসকিউ সেন্টারের হেড হলেন এক মহিলা, নাম শান্তি রাই। নিজের উদ্যম সাহস এবং প্রতিকূল পরিস্থিতিতে তিস্তা রঙ্গিত রেসকিউ টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমানে এই টিমে ১০ জন সদস্য রয়েছে। সকলের বাড়ি সেভক বাজারে। যখনই সেভকের তিস্তায় কোন বিপর্যয় ঘটে। তখনই এই টিম তাদের বোট নিয়ে নেমে পড়ে তিস্তার খরশ্রোতা জলে। কোন মৃতদেহ উদ্ধার বা কোন গাড়ি তিস্তায় পড়ে গেলে, তাদের উদ্ধারে নেমে পড়ে এই টিম। কিছুদিন আগে সামসিং এর রকি আইল্যান্ড এলাকায় মুর্তি নদীতে পড়ে যায় এক সিভিক ভলেন্টিয়ার। দুদিন ধরে বিভিন্ন রেসকিউ টিম এসে যখন ব্যার্থ হয়। তখম তিস্তা রঙ্গিত রেসকিউ টিমের সদস্যরা মুর্তি নদীতে নেমে সিভিক এর মৃতদেহ উদ্ধার করে। এখানেও নেতৃত্ব দেন ওই মহিলা শান্তি রাই।
শান্তি রাই বলেন, তিস্তার নদী এবং মুর্তি নদীর মধ্যে অনেক ফারাক আছে। তিস্তাতে রেসকিউ করা সহজ কিন্তু মুর্তি নদীর আপার স্টিমে প্রচুর পাথর রয়েছে। তা ছাড়া যখন তখন জল বেড়ে যাচ্ছে নদীর। তাই এই মুর্তি নদীতে জীবনের ঝুকি অনেক থাকে। এমন অনেক জায়গা আছে যেখানে বোটিং করা যায় না। জলে ডুবে ডুবে তল্লাসি চালাতে হয়। তবে এই বর্ষার সময় যখনই মানুষ অসুবিধায় পরবে তখনই আমরা ছুটে যাব। আমাদের ১০ জন সদস্য রয়েছে সকলেই জলে তল্লাসিতে এক্সপার্ট।
এই সব যোদ্ধাদের সংবর্ধনা দিলো ডুয়ার্স এক্সপ্রেস মেল। ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকায় তিস্তা রঙ্গীত রেসকিউ টিমের সদস্যদের খাদা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পদক রাজু নেপালী বলেন, তিস্তা রঙ্গীত রেসকিউ টিমের সদস্যরা খুব ভাল কাজ করছে। জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন নদীতে নেমে উদ্ধার কাজ চালাচ্ছে। তার থেকে বড় কথা এক মহিলার নেতৃত্বে চলছে এই টিম। সেই টিমের যোদ্ধাদের আজ এই সংবর্ধনা দেওয়া হলো।