উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১০ ই সেপ্টেম্বর ২০২১ : শুক্রবার : শুক্রবার দুপুরে ময়নাগুড়ি ভোটপার্টি এলাকায় গাছ থেকে পড়ে গিয়ে আহত হলেন এক ব্যক্তি।
ওই ব্যক্তির নাম নিহার রায়। তার বাড়ি ময়নাগুড়ি ভোটপাট্টি এলাকায়। এখন বর্তমানে তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে গাছ কাটতে যাওয়ার সময় গাছ থেকে পড়ে গিয়েই এই বিপত্তি। স্থানীয় বাসিন্দা সুবোধ রায় বলেন, গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে আহত হয়।