উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৪ ই সেপ্টেম্বর ২০২১ : মঙ্গলবার : রক্তের বিনিময়ে টাকা চাইতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই ব্যাক্তি, জলপাইগুড়ি সদর হাসপাতালেই উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রিন জলপাইগুড়ির সদস্যরা।
মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি সদর হাসপাতালে হাতেনাতে ধরা পড়লো রক্তের দালাল চক্রের দুই সদস্য। এক রোগীর পরিবারের কাছের রক্তের জন্য দুই ব্যক্তি তিন হাজার টাকা চেয়েছে বলে অভিযোগ। জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার গ্রিন জলপাইগুড়ির কর্ণধার অংকুর দায়া হাতেনাতে ধরে ফেলে সেই অভিযুক্ত ব্যক্তিকে। এরপর চলে উত্তম-মধ্যম। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে নিয়ে যায় অভিযুক্তকে।