উত্তরবঙ্গ নিউজ : শিলিগুড়ি : ১৬ ই সেপ্টেম্বর ২০২১ : বৃহস্পতিবার : (সংবাদ দাতা : প্রশেনজিৎ পাল ) : শুক্রবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন। শুক্রবার বিশ্বকর্মা পুজার ছুটি থাকায়, বৃহস্পতিবারই পালন করা হয় এই দিনটি। মোমবাতি জালিয়ে, কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন শহর শিলিগুড়ির একটি বেসরকারী শিক্ষাঙ্গনের শিক্ষক ও শিক্ষিকারা। অনুষ্ঠান শেষে স্কুলে আসা সকল শিক্ষক ও শিক্ষিকাদের মিস্টিমুখ করানো হয় স্কুলের পক্ষ থেকে।