উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৭ ই সেপ্টেম্বর ২০২১ : শুক্রবার : বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে গৃহস্থ বাড়িতেও পুজিত হচ্ছেন শিল্প কর্মের দেবতা বিশ্বকর্মা। সকাল থেকেই জলপাইগুড়িতে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে পুজিত হচ্ছেন এই দেবতা। করোনার কারণে ভিড় এড়িয়েই বাড়িগুলোতে চলছে পুজো। পাশাপাশি বিভিন্ন যানবাহনেও পুরোহিতেরা পুজো দিচ্ছেন। শিল্পচার্যদেবের পুজোকে ঘিরে রীতিমত জমজমাট জলপাইগুড়ি শহর।