উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি-ময়নাগুড়ি : ১৭ ই সেপ্টেম্বর ২০২১ : শুক্রবার : শূন্য বয়স থেকে তিন বছর বয়সের শিশুদের মধ্যে এই জ্বরের প্রকোপ বেশি। ইতিমধ্যেই ১০ শিশুর RTPCR টেস্ট করা হয়েছে প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ও.এস.ডি. (OSD) ডাক্তার সুশান্ত রায়।
জলপাইগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে এলেন পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুক্রবার জলপাইগুড়ি এসে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং চিকিৎসকদের সাথে বৈঠক করেন তারা। দীর্ঘক্ষন ধরে চলে বৈঠক। এরপর শিশু বিভাগ ঘুরে দেখেন তারা।
উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি ডাঃ সুশান্ত রায় জানান, প্রতিবছর এই সময় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বেশি দেখা দেয়। এই বছর ব্যতিক্রম নয়। তবে করোনা আবহে তৃতীয় ঢেউ এর কথা মাথায় রেখে কোনও রকমের ঝুঁকি নেননি তারা। ভর্তি প্রতিটি শিশুর করোনা পরীক্ষা করা হয়েছিল। ডাঃ সুশান্ত রায় আরও জানান, প্রতিবছর ঋতু পরিবর্তনের এই সময় শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বেশি দেখা দেয়, এই বছর ব্যাতিক্রম নয়। তবে শূন্য বয়স থেকে তিন বছর বয়সের শিশুদের মধ্যে এই জ্বরের প্রকোপ বেশি। ইতিমধ্যেই তিন শিশুর শরীরে আর এস ভি ভাইরাসের প্রমান মিলেছে। তবে পরিস্থিতি আগের চাইতে অনেকটাই ভালো বলে দাবী করেন তিনি।
কলকাতা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রাজা রায় জানান, উদ্বেগের কোনও কারন নেই। এটা মরশুমি জ্বর। প্রতিবছর এই সময় এই জ্বরের প্রকোপ বেশি দেখা দেয়। জলপাইগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।