উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৭ ই সেপ্টেম্বর ২০২১ : শুক্রবার : বিশ্বকর্মা পুজোর দিন সাত সকালে পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার একটি পাথর বোঝাই পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের। আর তার দরুণ মৃত্যু হয় বাইক আরোহীর। জানা গেছে মৃত ওই যুবকের নাম পার্থ বর্মন(২২)। স্থানীয় সূত্রে জানা গেছে, আমগুড়ির সোনার বাড়ি এলাকার যুবক পার্থ বর্মন, পেশায় একজন একটি প্রাইভেট ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা। শুক্রবার সকালে পুজো দিয়ে মালবাজারে তার অফিসে যাওয়ার জন্য রওনা দিলে বকশিরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পানবাড়ি থেকে একটি পাথর বোঝাই একটি পিক আপ ভ্যান আমগুড়ির উদ্দেশ্যে আসে এবং পানবাড়ি হয়ে মালবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় পার্থ। সে সময় এই দূর্ঘটনা ঘটে। এদিন সকাল ৭.৩০ মিনিটে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। এরপর ময়নাগুড়ির থানার পুলিশকে খবর দেওয়া হলে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যান। পরিবার সূত্রে জানা যায়, পরিবারের এক মাত্র সন্তান সে। অকাল প্রয়াণে বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারাও এই দুর্ঘটনাকে মেনে নিতে পারছেন না।
মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে থানা সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।