উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৭ ই সেপ্টেম্বর ২০২১ : শুক্রবার : প্রাচীন কাল থেকে মানুষের মনে এই বিশ্বাস আছে যে, বিভিন্ন কারখানা থেকে শুরু করে কোন নির্মান কার্য সফল করতে গেলে বাবা বিশ্বকর্মার কৃপা দরকার। এই ধর্মীয় বিশ্বাস আর অসীম শ্রদ্ধার সাথে মাল মহকুমার বিভিন্ন জায়গা যেমন মালবাজার, ডামডিম, ওদলাবাড়ী, বাগ্রাকোট, চন্দা কোম্পানী ও ওয়াশাবাড়ী চা বাগান সংলগ্ন বিভিন্ন জায়গায় বাবা বিশ্বকর্মার পূজা হয়েছে।
মহকুমার বিভিন্ন বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, ছোটো ও বড় ফ্যাক্টরীতে সাদামাটা ভাবে পূজা হয়েছে। করোনা আবহে পুজা বড় করেনি কোনো উদ্যোক্তারা। কোন কোন জায়গায় এবার পুজাই হয়নি। লক ডাউনের জন্য মানুষের অর্থনৈতিক ভাবে দূর্বল হয়ে পড়েছে। অন্য দিকে সংক্রামনের ভয়ে কোন ঝুঁকি নেয় নি। অধিকাংশ মানুষ ঘরে পূজা করেছে। গত ছয় বছর ধরে ওয়াশাবাড়ী মোটরস অটো ওনার্স ও ড্রাইভার এসোসিয়েশন পুজা করে আসছে। এবারও তারা পূজা,করেছে। কমিটির সদস্য রাজু কানু জানান, প্রতি বছর ডিজে বাজিয়ে ধুমধামের সাথে পুজা হয়। সাথে নৃত্য প্রতিযোগিতা হয়। কিন্তু এবার করোনার জন্য ছোট করে পুজা হয়েছে।