উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধুপগুড়ি : ১৭ ই সেপ্টেম্বর ২০২১ : শুক্রবার : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র ৭১তম জন্ম দিবস ধূপগুড়ি ট্রাফিক মোড়ে পালিত হলো। এই অনুষ্ঠানে ধূপগুড়ি বিধায়ক বিষ্ণুপদ রায় কেক কেটে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন। বিজেপি কর্মী সমর্থকরা সাধারণ মানুষকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুপগুড়ি বিধায়ক বিষ্ণুপদ রায় এছাড়াও বিজেপি টাউন সভাপতি অর্ণব পাল, সহ সভাপতি তপন মোহন্ত, জেলা সম্পাদিকা শম্পা মিত্র, মহিলা নেত্রী রেশমা ধর চৌধুরী এবং বিজেপির একাধিক কর্মীবৃন্দ।