উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৮ ই সেপ্টেম্বর ২০২১ : শনিবার : চা পাতা কাঁটার ধারালো দা দিয়ে মামাকে এলোপাথারি কোপ মেরে থানায় আত্মসমর্পণ করলো অভিযুক্ত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ঝার বড়গিলা এলাকায়। এই ঘটনায় আহত মামার পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন। অভিযুক্তকে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানবাড়ির ঝার বড়গিলা এলাকার ঠুকরু কয়া ও মেন্দা ওঁরাও সম্পর্কে মামা-ভাগ্না। পারিবারিক কলহের কারণে শুক্রবার ভোর রাতে চা বাগানের ঝুরনি দা দিয়ে ঠুকরু কয়াকে এলোপাথারি কোপ মারে ভাগ্না মেন্দা ওঁরাও। আহত অবস্থায় ঠুকরু কে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার অভিযুক্ত মেন্দা ওঁরাও নিজে এসে ময়নাগুড়ি থানায় আত্ম সমর্পণ করে। সাথে সাথে পুলিশ সেই ধারালো অস্ত্রটি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে। এদিকে আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নিজে এসে ময়নাগুড়ি থানায় আত্মসমর্পণ করেছে। অভিযুক্তকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মেন্দা ওঁরাও বলেন, পারিবারিক সমস্যার কারণে আমি মামাকে কোপ মেরেছি। আহত ঠুকরু কয়ার বোন ফুলমনি ওঁরাও বলেন, মাঝে মাঝে নেশা করে এসে বাড়িতে অত্যাচার করতো। আমার গলা টিপেও ধরেছে। ময়নাগুডি থানায় লিখিত অভিযোগ জমা করেছি।