উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৮ ই সেপ্টেম্বর ২০২১ : শনিবার : প্রতিবছরের মতো, এবছর আদিবাসী সম্প্রদায়ের করম পুজো হয়েছে মালবাজার মহকুমা জুরে। শনিবার ছিলো বিসর্জন। তাই এই বিসর্জনের দিনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এদিন ওদলাবাড়ি ঘীস নদীর পাশে তৈরি হয়েছে বড় মঞ্চ। উপস্থিত ছিলেন কেন্দ্রিয় মন্ত্রী জন বারলা। এই মঞ্চে গান, নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রিয় মন্ত্রী জন বারলা বলেন, আজ আদিবাসীদের বড় পুজো। তাই দিল্লী থেকে এই উৎসবে চলে এসেছি। কারন, আমাদের সম্প্রদায়ের মধ্যে এই উৎসব খুব ধুমধামে হয়ে থাকে। শুক্রবার রাত পর্যন্ত পুজো হয়েছে শনিবার তার বিসর্জন। বিসর্জনের শেষ দিনে নানা অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে খুব খারাপ খবর হলো, শুক্রবার রাতে ডায়না নদীর ধারে আদিবাসীদের করোম পুজোর প্যান্ডেল ভেঙ্গে দেয় পুলিশ প্রশাসন। মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে এখানে রাজনীতি করাচ্ছে, এটা আদিবাসী সমাজ ভালো ভাবে নেবে না। এই সরকার সব সম্প্রদায়ের পুজো ঠিকঠাক করার অনুমতি দিচ্ছে কিন্তু আদিবাসীদের পুজোতে বাধা দিচ্ছে। তার মানে এই সরকার আদিবাসীদের উন্নয়ন চায় না। এর জন্য আমি ধিক্কার জানাই।