উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৮ ই সেপ্টেম্বর ২০২১ : শনিবার : শিশুদের শয্যা সংখ্যা বৃদ্ধি, পুষ্টিকর খাবার বিতরণ, খাবার পরিবেশনকারীদের স্বাস্থ্যবিধি মেনে তা করা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, জন্মের সময় শিশুর টিকাকরণের নিশ্চয়তা, বাড়িতে ফেরত না পাঠিয়ে সকলকে হাসপাতালে চিকিৎসা করার দাবি জানিয়ে শনিবার উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডঃ সুশান্ত রায়ের কাছে ডেপুটেশন দেওয়া হল।
সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রীণা সরকার বলেন উত্তরবঙ্গ তথা সারা রাজ্য জুড়ে শিশুমৃত্যু ও শিশুদের রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন, সমিতির জেলা সভানেত্রী মমতা রায়, সম্পাদিকা রীনা সরকার সহ অন্যান্যরা।