উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৮ ই সেপ্টেম্বর ২০২১ : শনিবার : ক্রান্তি ব্লকের মালহাটি মোড়ে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মীসভা। ক্রান্তি ব্লকের ছয়টি অঞ্চলের অঞ্চল কমিটি, শাখা সংগঠন ও বুথ কমিটি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ক্রান্তি ব্লক সভাপতি মেহেবুব আলম কর্মীদের উদ্দেশ্যে নিজ নিজ এলাকায় ভোটারদের সাথে সৎ ব্যবহার করতে ও বুথ স্তরে সকল কর্মীদের নিয়ে কাজ করতে নির্দেশ দেন। এদিনে সবার মধ্যমনি ছিল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মহুয়া গোপ। সভায় উনার বক্তব্য রাখবার জন্য নাম ঘোষণা হতেই কর্মীরা স্লোগান দিতে থাকে, অনেক কর্মী আবেগে মঞ্চে কাছে চলে আসে।
জেলা সভাপতি মহুয়া গোপ জানালেন, যে আগামী ২০২৩ সাল কে পঞ্চায়েত ভোটে পাখির চোখ করে দলীয় বুথ স্তরে সকল কর্মীদের এখন থেকে নিজের নিজের এলাকার জনসংযোগ করে ভোটারদের সাথে কাজ করতে নির্দেশ দেন। তিনি কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল, সর্ষের তেল আজকে আকাশ ছোঁয়া দামের জন্য দায়ী করলেন। তিনি আরও বলেন, আগামী ২০২৪ এ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান, সেই জন্য দলের সকল স্তরের কর্মীদের এখন থেকে প্রচার শুরু করার নির্দেশ দেন। কর্মীসভাতে উপস্থিত ছিলেন, জেলা আই.এন.টি.টি.ইউ.সি. এর সভাপতি রাজেশ লাকরা, জেলা সাধারণ সম্পাদক পঞ্চানন রায়, জেলা ভাইস প্রেসিডেন্ট করুণামায় চক্রবর্তী, মহিলা সভাপতি কৃষ্ণা রায়, যুব সভাপতি মানিক চন্দ্র রায়, সংখ্যালঘু সভাপতি কোহিনুর ইসলাম, যুব নেতা সাকিল আহমেদ, মিন্টু রায় প্রমুখ।