উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৮ ই সেপ্টেম্বর ২০২১ : শনিবার : বিহার, ঝাড়খন্ড ছাড়া পশ্চিমবাংলা সহ দেশের বিভিন্ন স্থানে করম পুজা পালন করলো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। করম গাছের ডালকে প্রাকৃতিক আরাধ্য দেবতা জ্ঞানে পুজা করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শুক্রবার মাল ব্লকের ওদলাবাড়ী, মীনগ্লাস লিসরিভার সহ বিভিন্ন চা বাগান এলাকায় আদিবাসী সম্প্রদায় করম গাছের ডাল মাটিতে পূতে বিধি ও রীতি মেনে পুজা করে। আদিবাসী সমাজ আনন্দের সাথে এই উৎসব পালন করে। সেই সঙ্গে আদিবাসী মহিলা পারম্পরিক পোষাক পড়ে লোকগীতের সাথে নাচে মেতে ওঠে।
মাল ব্লকের মীনগ্লাস চা বাগানের মুন্সি লাইনের করম পুজা কমিটির সভাপতি শংকর মুন্ডা বারলা বলেন, পুজার সন্ধায় কুড়াল দিয়ে করম গাছের ডাল কেটে নিয়ে এসে রাতে তাকে পুজা করা হয়। করম পুজা আদিবাসী সমাজের প্রকৃতির পূজা। পুজা শেষ হওয়ার পর শনিবার সকালে পুরো ধার্মিক নীতি অনুসারে নদীতে বিসর্জন দেওয়া হয়।