উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৮ ই সেপ্টেম্বর ২০২১ : শনিবার : শিশুদের জ্বরে আক্রান্ত অব্যাহত মালবাজার মহকুমা জুড়ে। হাসপাতালে ভর্তির পাশিপাশি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে বেশ কিছু শিশু।
জানা গেছে, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুদের বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে শিশুদের বেডের সংখ্যা ছিলো ৩৫ টি। বর্তমানে তা বাড়িয়ে ৫০ টি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ৬৫ জনের মত শিশু জ্বর, সর্দি, কাশি নিয়ে ভর্তি ছিলো। শনিবার বেশ কিছু শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেলেও এখনো ৫০ জনের মত শিশু ভর্তি রয়েছে হাসপাতালে। এদিকে গত কয়েক দিন যাবত ওদলাবাড়ি গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রের আউটডোরে গড়ে ১০০-র ও বেশি শিশু আসছিলো জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে। তবে শনিবার কিছুটা কমেছে আউটডোরে মায়েদের বাচ্চা কোলে নিয়ে লাইন।
এব্যাপারে মালবাজারের বি.এম.ও.এইচ. প্রিয়াঙ্কু জানা বলেন, শুক্রবার কোলকাতা থেকে স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল এসেছিলো জলপাইগুড়িতে। উনারা আমাদের শিশুদের নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা শুক্রবার রাত থেকে মাল ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মিদের ফিল্ডে গিয়ে বাড়ি বাড়ি ভিজিটের কথা বলি। কোথাও কোন শিশুর জ্বর হলেই হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। অযোথা ভয় না পেয়ে, চিকিৎসকদের পরামর্শ মত বাচ্চাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে।