উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৮ ই সেপ্টেম্বর ২০২১ : শনিবার : করলা ভেলি চা বাগান থেকে উদ্ধার হলো একটি সাত ফিটের অজগর সাপ। এই ঘটনায় চা বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জলপাইগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার সদস্যরা।
এই সংবাদ শুনেই সাথে সাথে ছুটে যায় সংগঠনের সম্পদক দেবাগ্য রক্ষিত। অজগরটির বয়স আনুমানিক সাত বছর। এর আগেও এরকম একটি সাপ উদ্ধার করা হয়েছিল ঐ বাগান থেকে। শনিবার বন দপ্তরের হাতে তুলে দেবার কথা জানিয়েছেন দেবাগ্য। শুক্রবার গভীর রাতে সাপটি উদ্ধার হবার কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা। তাই শনিবার বন দপ্তরের হাতে তুলে দেবার কথা ও জানিয়েছেন দেবাগ্য রক্ষিত।