উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৭ শে সেপ্টেম্বর ২০২১ : সোমবার : সারা ভারত সংযুক্ত কিষান মোর্চার ডাকে সোমবার সারা ভারত বনধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই বনধে বেশ প্রভাব পড়লো ময়নাগুড়ি শহর সহ ডুয়ার্স এলাকায়।
এদিন ময়নাগুড়ির বিভিন্ন দোকান পাট বন্ধ ছিল, রাস্তায় দেখা যায়নি বেসরকা্রী বাস। মানুষের চলাচলও ছিল না তেমন। বিভিন্ন সরকারী দফতর খোলা থাকলেও বাজার ঘাট ছিল জনমানব শূন্য। এদিনের বনধকে সফল করতে সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে মিছিল বের করা হয়।