উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২৬ শে সেপ্টেম্বর ২০২১ : রবিবার : ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। স্টুডেন্টস হেলথ হোম, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম জন্ম বার্ষিকী উদযাপন কমিটি এবং ব্লাড ব্যাংকের সহোযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সমাজপাড়ার স্টুডেন্টস হেলথ হোমের সভা কক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সদর হাসপাতালে চিকিৎসক সঞ্জিতা ব্যানাজি সহ চার প্রতিনিধি শিবিরের পরিচালনা করেন। শিবির থেকে সংগৃহিত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন স্টুডেন্টস হেলথ হোমের সদস্যরা সহ সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অর্পণা বাগচী, সম্পাদক পান্থ দাসগুপ্ত, জয়েন্ট সেক্রেটারি সুমন সরকার সহ অন্যান্যরা। পাশাপাশি বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টুডেন্টস হেলথ হোমের সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সংবর্ধিত করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছে।