উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২৬ শে সেপ্টেম্বর ২০২১ : রবিবার : খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার প্রস্তুতি শুরু হল রবিবার শক্তিসেবক দুর্গা পূজা কমিটির পরিচালনায় উদয় সংঘ। ৭৫ তম বর্ষে পদার্পণ করল এই পুজো।
পুজো কমিটির কার্যকরী সভাপতি সৈকত চ্যাটার্জী বলেন, এবারে অভিনব থিমে পুজোর আয়োজন করা হয়েছে, আউটডোর প্যান্ডেল করা হবে। করোনা বিধি মেনে পুজোর আয়োজন করা হবে, বাজেট ৩ লক্ষ। পুজো মন্ডপে বিভিন্ন হস্তশিল্পের কারুকার্য থাকছে। সরকারী স্বাস্থ্যবিধি মেনেই হবে পুজো বলে জানান তিনি।