উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধূপগুড়ি : ২৭ শে সেপ্টেম্বর ২০২১ : সোমবার : গভীর রাতে স্বামী ভিন রাজ্যে থাকা এক বিবাহিত মহিলার সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরে এক বিবাহিত ব্যক্তিকে পেটালো উত্তেজিত জনতা।
জানা গেছে, ধূপগুড়ির খট্টিমারী সংলগ্ন ভান্ডানি এলাকায় স্বামী ভিন রাজ্যে থাকা এক মহিলার সাথে পাশ্ববর্তী এলাকার এক বিবাহিত ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিবাহ বর্হিভূত সম্পর্ক। এও জানা গেছে ঐ মহিলার একটি সন্তান রয়েছে এবং ঐ ব্যক্তির দুটি সন্তান রয়েছে। অভিযোগ, রবিবার রাত আনুমানিক ১২ টা নাগাদ ঐ ব্যক্তি মহিলার বাড়িতে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয়রা। এর পর দড়ি দিয়ে বেঁধে ঐ ব্যক্তিকে পেটায় জনতা, এমনকি পরিয়ে দেওয়া হয় জুতার মালা। পরবর্তীতে রাত ২ টা নাগাদ ধুপগুড়ি থানার পুলিশ পৌছে ঐ ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।