উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : রাজগঞ্জ : ২৬ শে সেপ্টেম্বর ২০২১ : রবিবার : একবার দুবার নয় একাধিকবার স্বামীকে ছেড়ে পর পুরুষের সাথে চলে যায় গ্রামের এক গৃহবধূ। আগে এক-দু বার ফিরে আশার পরেও গ্রামের মানুষ মেনে নিলেও এ বার আর মেনে নিল না গ্রামবাসীরা। আইন নিজেদের হাতে তুলে নিল। গ্রামে সেই মহিলা ঢুকতেই ঘিরে ধরে গ্রামের মহিলারা।
সেই মহিলা গৃহবধূর চুল কেটে বসিয়ে মারধর করতেও দেখা যায়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের পানিকরি গ্রাম পঞ্চায়েতের পেস্কার পাড়া গ্রামে। স্থানীয় মানুষ সূত্রে জানা যায়, রাজগঞ্জ ব্লকের পানিকরি গ্রাম পঞ্চায়েতের পেস্কার পাড়া গ্রামের সদানন্দ রায়ের স্ত্রী অন্নদা রায় এর আগেও দু বার পর পুরুষের সাথে বাড়ি ছেড়ে চলে যায়। তৃতীয়বার পর পুরুষের সাথে যাওয়ার পর পুনরায় ফিরে আসার সাথে সাথে গ্রামের মহিলারা গৃহবধূকে ঘিরে রাখে। অবশেষে আইন নিজের হাতে তুলে নেয় গ্রামের মহিলারা। গৃহবধূর চুল কেটে জুতোর মালা পরিয়ে গ্রামের চারপাশে ঘোরাতে দেখা যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। গ্রামের মানুষের পক্ষ থেকে খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় রাজগঞ্জ থানা তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলা আদালতে তোলা হলে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়।