উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৬ শে সেপ্টেম্বর ২০২১ : রবিবার : ৭০০ বছর মুঘলদের আর ৩০০ বছর ইংরেজদের গোলামীর পরও অনেক শহীদের জীবনদানের পর ১৫ ই আগষ্ট ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়। স্বাধীনতার ৭৫ বছর পর এই বছর দেশভক্তির আনন্দ উৎসব মানান হচ্ছে। মাল মহকুমার রানীচেরা, লিচরিভারl, ফাগু, ওয়াশাবাড়ি সহ বিভিন্ন চা বাগানে পালিত হচ্ছে আজাদি অমৃত আনন্দ উৎসব।
রবিবার ওয়াশাবাড়ি চা বাগানে স্বাধীনতার আনন্দ উৎসব পালিত হয়। বাগানের সঞ্চালক রাজ কুমার মন্ডল বাগানের শ্রমিকদের সাথে আনন্দ উৎসব পালন করেন। জাতীয় সংগীত করে শহীদদের স্মরণ করা হয়। ম্যানেজমেন্টের তরফ থেকে শ্রমিকদের এক প্যাকেট চা পাতা দেওয়া হয়। বাগানের ফ্যাক্টরীর হেড সরদার কিশোর বিশ্বকর্মা বলেন, অনেক লড়াই ও আত্মত্যাগের মাধ্যমে আজাদি এসেছে। শহীদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পাওয়ার পর এই আনন্দ অমৃত উৎসব হচ্ছে। শত্রুকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত। দরকার হলে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করতে রাজী আছি।