উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : ময়নাগুড়ি এন.বি.এস.টি.সি. ডিপো পরিদর্শনের পর জলপাইগুড়ি পৌছন এন.বি.এস.টি.সি.-র নবনিযুক্ত চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
জলপাইগুড়ি পঞ্চানন স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মনকে সাথে নিয়ে অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা সহ বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোঁপ সহ জেলার অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করা হয়। তারপর এখান থেকে জলপাইগুড়ি এন.বি.এস.টি.সি. পরিদর্শন করেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি জানান জলপাইগুড়ি কলকাতা রুট চালু হবে পুজোর উপহার হিসেবে।