উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি-ধুপগুড়ি : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : ধুপগুড়ি সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের ২৫ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। ধুপগুড়ি জেলা পরিষদের বাংলা ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন ধুপগুড়ি পৌরসভার চেয়ারম্যান রাকেশ সিং। সেই সঙ্গে সেন্ট্রাল ডুয়ার্স ক্লাবের প্রাক্তন সদস্য স্বর্গীয় রাজ কুমার মোদক ও আশীষ ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাদের শ্রদ্ধা জানানো হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন, ধুপগুড়ি থানার আইসি সহ অন্যান্যরা।
সম্মেলনে ক্লাবের প্রাক্তন সদস্য সহ নতুন সদস্য মিলে প্রায় শতাধিক সাংবাদিক পৌঁছে ছিলেন। ময়নাগুড়ি, মালবাজার, বানারহাট, গয়েরকাটা সহ বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনে অনেক নতুন সদস্য আবেদন করেন সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের সদস্যপদ নেওয়ার জন্য। এছাড়াও এদিন ক্লাবের পুরাতন কমিটি ভেঙে ২১ জনের একটি নতুন কমিটি তৈরি হয়। নবনিমিত কমিটির সভাপতি কৃষ্ণদেব, সম্পাদক অর্ণব সাহা, সহ, সম্পাদক, শুভাশিস বসাক, সোমনাথ চক্রবর্তী, কোষাধক্ষ্য সুপ্রিয় বসাক, কালচারাল সেক্রেটারি আবির ভট্টাচার্য, সহ-সেক্রেটারি রঞ্জন সাহা। এদিনের সম্মেলনে স্বাগত ভাষণ রাখেন অর্ণব সাহা। এছাড়া ক্লাবের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কৃষ্ণদেব সহ অন্যান্যরা।