উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : গত ৪৮ ঘন্টায় মালদায় প্রায় চারজন শিশুর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্ত শিশুদের বিশেষ ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। আক্রান্ত শিশুদের মধ্যে যেমন চার মাসের নবজাতক রয়েছে তেমনিই চার বছর, আট বছর ও বারো বছরের শিশুও রয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে বেশির ভাগই কন্যা সন্তান। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে।
এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি নেইl ৪৫৪ টি টেস্ট এরমধ্যে ১৮ টি করোনা পজিটিভ এসেছে। শতকরা ৩ দশমিক ৭ শতাংশ পজিটিভ এর সংখ্যা। মালদা জেলায় নতুন করে শিশুরাও করোনায় আক্রান্ত হয়েছে তবে শিশুদের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে ঠিকই। কিন্তু করোনার কোনো সিম্টম্ নেই।
তবে মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে বড়দের করোনা বিধিনিষেধ মেনে চলাফেরা করতে হবে। বাড়িতে এসে প্রথমে স্নান করে জামা কাপড় ধুয়ে ফেলে শিশুর কাছে যেতে হবে। বড়রা সাবধান থাকলেই ছোটরাও সাবধান থাকবে। মুখে মাক্স অবশ্যই পড়তে হবে। এদিকে শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ আশা রোগী এবং রোগীর আত্মীয়দের এবং বিশেষ করে শিশুদের মুখে প্রায়ই মাক্স না পড়ে থাকতে দেখা গেল। সামাজিক দূরত্বও মানা হচ্ছে না। করোনা বিধি-নিষেধ না মানলে সংক্রমনের সংখ্যা দিনে দিনে ক্রমশ বাড়তে থাকবে। এমনটাই মনে করছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।