উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : আমাদের আশেপাশের বনাঞ্চলে শুখার মরসুমে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বনাঞ্চলের যেমন ক্ষতি হয় তেমন ক্ষতি হয় বনবস্তির মানুষদের। শুধু তাই নয়, বনবস্তির বাড়িঘরে মাঝেমধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। কি ভাবে এই অগ্নিকাণ্ডের সংখ্যা কমানো যায়? কি ভাবে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচতে হয়? এসব বিষয়ে শুক্রবার মাল দমকল কেন্দ্রের উদ্যোগে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের চারে বনবস্তিতে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কি ভাবে নিয়ন্ত্রণ করতে হয়, পেট্রোল বা ডিজেল থেকে আগুন লাগলে কি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুন লাগলে কি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা হাতে কলমে করে বস্তিবাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
মাল দমকল কেন্দ্রের স্টেশন ইনচার্জ মনকুমার সুব্বা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা কমাতে বনাঞ্চল সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা নেওয়া উচিত। বনবস্তি এলাকায় অনেকে গবাদিপশু পালন করে। গবাদিপশুর গোয়াল ঘরের আশেপাশে আগুন জ্বালানো উচিত নয়। গোখাদ্য পোয়াল ও অন্যান্য জিনিস আগুন ছড়িয়ে দিতে পারে। বাচ্চাদের হাতে দেশলাই বা লাইটার দেওয়া উচিত নয়। ধূমপায়ীদের অবশ্য ভাবতে হবে দেশলাই ও সিগারেট ব্যবহারের পর নিভিয়ে ফেলা উচিত। বাড়ির ইলেক্ট্রিক লাইনে নজর দিতে হবে। গ্যাস সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এসব মানলে অগ্নিকাণ্ডের ঘটনা কমবে।