উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধুপগুড়ি : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : এন.বি.এস.টি.সি.-র স্টেশন করা হবে ধূপগুড়িতে। ধূপগুড়ি পুর বাস টার্মিনাস পরিদর্শনে এসে একথা জানালেন এন.বি.এস.টি.সি.-র চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। শুক্রবার ধূপগুড়ি পুরবাস টার্মিনাস পরিদর্শনে আসেন এন.বি.এস.টি.সি.-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এরপর গোটা টার্মিনাস চত্বর পরিদর্শন করেন তিনি। এরপর টার্মিনাসের হলঘরে বৈঠক করেন তিনি।
বৈঠকে ছিলেন ধূপগুড়ি পুরসভার চেয়ারপারসন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, ধূপগুড়ি থানার আইসি, সংস্থার আধিকারিক সহ অনেকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ধূপগুড়িতে আগামী ৭ তারিখ থেকে এনবিএসটিসির টিকিট কাউন্টার চালু হতে চলেছে। সেই সাথে ধূপগুড়ি থেকে দুটি দূরপাল্লার বাস চালু করা হবে। তিনি আরো বলেন, পুরসভা আমাদের ঘর দিয়েছে সেখানে আমরা টিকিট কাউন্টার করবো। স্টাফদের থাকার জায়গা হচ্ছে এবং আমি আশা রাখছি আগামী ছয় মাসের মধ্যে এখানে একটি এনবিএসটিসির স্টেশন রুপান্তর করা হবে, যেখানে ৫-৬ টি বাস থাকবে। উল্লেখ্য কিছুদিন আগেও এন.বি.এস.টি.সি.-র আধিকারিকরা ধূপগুড়ি পুর বাস টার্মিনাস পরিদর্শন করে গেছেন। এরপর ময়নাগুড়ি এন.বি.এস.টি.সি.পরিদর্শনের উদ্যেশ্যে রওনা হন তিনি।