উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : ৪ মাসের বকেয়া সাম্মানিক প্রদান করা ও সচিত্র পরিচয় পত্র সহ ৬০ বছর কর্ম নিশ্চিয়তা প্রদানের মাধ্যমে মিনিমাম ১৫০০০ হাজার টাকা সহ নিয়মিত সাম্মানিক প্রদানের দাবিতে শুক্রবার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে।
এদিন পিডাব্লিউ-ডি মোড় থেকে মিছিল বের হয়ে জেলা শাসক দপ্তরে নিজের দাবিতে স্মারকলিপি প্রদান করে সারা ভারত গ্রামীন সম্পদ সংগঠনের কর্মীরা। উপস্থিত ছিলেন সাকিল আহমেদ, মৃনাল কান্তি রায় সহ অন্যান্যরা। জলপাইগুড়ি জেলা পরিষদ দপ্তরে ও এদিন স্মারকলিপি প্রদান করা হয় বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।