উত্তরবঙ্গ নিউজ : শিলিগুড়ি-জলপাইগুড়ি : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : মন্দিরের পূজারীকে খুনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করলো আমবাড়ি ফাঁড়ির পুলিশ। ধৃতরা হল উত্তম রায় (২১) ও বিক্রম ভৌমিক (১৯)। বৃহস্পতিবার রাতে এলাকার হরিচরণভিটা ও গোকুলভিটা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের রিমান্ডে নেওয়ার আবেদন করে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজগঞ্জের আমবাড়ির ব্যারেজ এলাকার শ্রীশ্রী মা গঙ্গা মন্দির সৎসঙ্গ ধাম থেকে পূজারী প্রহল্লাদ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। তাকে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।