উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২ রা অক্টোবর ২০২১ : শনিবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। ঘটনাস্থলে ইংলিশবাজার থানার পুলিশ বাহিনী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মালদা শহরের উত্তর বালুচর এর বাসিন্দা রিতা বাসফোর শুক্রবার দুপুরে গলব্লাডার স্টোন নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা চলাকালীন শনিবার দশটা নাগাদ অপারেশন করা হয়। প্রায় দুই ঘন্টা চলে তার অপারেশন। তারপরে তাকে চিকিৎসার জন্য বেডে দেওয়া হয়। বারোটা নাগাদ ডাক্তারবাবুরা ইনজেকশন দেওয়ার পরেই মৃত্যু হয় বলে অভিযোগ জানান মৃতের পরিবারের সদস্যরা।
এই ঘটনায় ওয়ার্ড এর ভেতরে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। পরে হাসপাতালে সামনেও তারা বিক্ষোভ করেন ভুল চিকিৎসার প্রতিবাদে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সহ অন্যান্য পুলিশ অফিসারের। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।