উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার-ক্রান্তি : ৩ রা অক্টোবর ২০২১ : রবিবার : উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট জয়, সেই জয়ের উল্লাসে মাতলো ক্রান্তি ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।
ক্রান্তি বাজারে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেবুব আলম নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের মিছিল করে ও একে অপরকে লাড্ডু খাওয়াতে দেখা যায়। ব্লক সভাপতি জানালন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের জয় আগামী দিনে বিজেপির কেন্দ্রীয় সরকার পতনের রাস্তা শুরু। আমরা ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের জন্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে প্রধান মন্ত্রী হবে এটাই কামনা করি। ব্লক সভাপতি মেহেবুব আলম ছাড়া ছিলেন সহ সভাপতি কেশব রায়, কোহিনুর ইসলাম, বরেন সেন প্রমুখ।