উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : আন্দোলনরত কৃষকদের নৃশংস ভাবে হত্যা করার প্রতিবাদে পথে নামল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। দলের জলপাইগুড়ি জেলা সভাপতি পিনাকী সেনগুপ্তের নেতৃত্বে সোমবার বিক্ষোভ মিছিল বের হয়।
পিনাকী সেনগুপ্ত বলেন, কৃষক হত্যার ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করছি। উত্তরপ্রদেশের কৃষক হত্যার উত্তাপের আঁচ এসে পড়ল জলপাইগুড়িতেও। সারা ভারত কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে সোমবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।