20.9 C
New York
Thursday, August 7, 2025

Buy now

spot_img

একাধিকবার ডেপুটেশন দিয়েও মিলছে না সুরাহা, দু মুঠো ভাতের লড়াইয়ে নেমে ফের ডেপুটেশন বিডিওকে।

উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : এসডিও থেকে শুরু করে জেলা শাসক এমন কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেও সুরাহা মেলেনি। বারংবার অবস্থান বিক্ষোভ করলেও সুরাহা মেলেনি তাদের। এই অভিযোগকে সামনে রেখে ফের ময়নাগুড়ির বিডিওকে স্মরকলিপি তুলে দিলেন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভোলেন্টিয়াররা। সোমবার ময়নাগুড়ি ব্লকের সিভিল ডিফেন্স ভোলেন্টিয়াররা একটি মিছিল করে বিডিওর কাছে তাদের দাবি পত্র তুলে দেন।

প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে দুর্ঘটনা। সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয় সিভিল ডিফেন্স। কিন্তু রাজ্যে প্রচুর পরিমাণে প্রশিক্ষণ রত সিডিভি (CDV) থাকলেও তাদের কাজে নেওয়া হয় না বলে অভিযোগ প্রকাশ করেছেন তারা। এমনকি তাদের তৈরি করা ১২ দফা দাবিকে সামনে রেখে একাধিকবার ডেপুটেশন কর্মসূচি থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ করলেও তাতে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভোলেন্টিয়াররা। তাদের সূত্রে জানা গেছে, মূলত ১২ দফা দাবিকে সামনে রেখে তাদের এই আন্দোলন। তাদের মাসে ৩০ দিনের কাজের সুবিধা দিতে হবে এবং ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা স্থির করতে হবে। এমনকি প্রত্যেক সিভিল ডিফেন্স ভোলেন্টিয়ারদের পরিচয় পত্র এবং নির্দিষ্ট পোশাক দিতে হবে। বিভিন্ন সরকারি দফতরে তাদের কাজে নিয়োগ সহ একাধিক দাবি। সোমবার ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দীকে ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রসেনজিৎ বসাক বলেন, আমরা প্রশিক্ষণ নেওয়ার পরেও আমাদের বসে থাকতে হয়। অনেকেই আছেন যারা কোনো রকম প্রশিক্ষণ নেন নি অথচ তারা কাজ করছেন। আমাদের ১২ দফা দাবির উপর ভিত্তি করে এসডিও, ডিএম, উত্তরকন্যা, এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের দাবিকে সামনে রেখেছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমরা মানুষের পাশে আছি ,পাশে থাকতে চাই। আমাদের দাবি পূরণ না হলে আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর আন্দোলনে নামবো।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!