উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : নাগরাকাটা : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : সোমবার দুপুরে নাগরাকাটার খাসবস্তিতে একটি বাড়ির ভিতর থেকে ১৩ ফুটের একটি কিংকোবরা সাপ উদ্ধার করল সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন। বাবুন বাবু অবশ্য এদিন দুপুরেই সাপটিকে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দিয়েছেন।
জানা গিয়েছে, এদিন দুপুর বেলায় কিংকোবরা সাপটি উঠোনের দিয়ে এসে সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সেই বাড়ি ছেলে-মেয়েরা উঠোনের মধ্যে খেলা করছিল। তারা চিৎকার জুড়ে দিলে বাড়ি সকলেই ভিতর থেকে বের হয়ে যায়। এরপর খবর দেওয়া হয় বাবুকে। বাবুন বাবু এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, উদ্ধার হওয়া কিংকোবরা সাপটিকে আমরা দুপুরেই গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছি।