উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : সামনে বাঙ্গালীর সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। সেই মতো ওদলাবাড়ি ট্রাফিক ব্যাবস্থা ভালো মতো সাজিয়েছে প্রশাসন। কারন প্রতি বছর পুজোর সময় খুব ভিড় হয় ওদলাবাড়ি এলাকায়। দুর-দুরান্ত থেকে বহু মানুষ পুজো দেখতে আসে ওদলাবাড়িতে। তবে কিছু বড় সমস্যা দেখা দিয়েছে ওদলাবাড়ি ট্রাফিক মোড় সংলগ্ন ৩১ নাম্বার জাতীয় সড়কে। এই ট্রাফিক মোড় এলাকায় যেখানে সেখানে নিজেদের ইচ্ছে মতো গাড়ি দাঁড়িয়ে পড়ছে। দেখার কেউ নেই। যার ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বাড়ছে।
উল্লেখ্য, কয়েক বছর আগে ওদলাবাড়িতে বাজার সংলগ্ন ৩১ নাম্বার জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছিলো যাত্রী প্রতিক্ষালয়। সমস্ত বাস ওই প্রতিক্ষালয়ের সামনেই দাড়ানোর কথা কিন্তু কে কার কথা শোনে। যাত্রীবাহী বাস প্রতিক্ষালয়ে না দাঁড়িয়ে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে পড়ছে। যার ফলে মানুষ চলাচলে বা অন্য গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে। তাছাড়া রাস্তা বেরিগেড দিয়ে আরো ছোট করে দেওয়া হয়েছে এর ফলে এই যায়গায় রাস্তা সঙ্কুচিত হয়ে পড়েছে। এতে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ায়ীদের অভিযোগ, এক দিকে বাস প্রতিক্ষায়ে না দাঁড়িয়ে যেখানে-সেখানে দাড়াচ্ছে। অন্য দিকে যাত্রীবাহী ম্যাজিক গাড়িগুলোর স্থায়ী বাস স্ট্যান্ড না থাকায় প্রতিক্ষায়ের পাশে সাড়বেধে দাঁড়িয়ে পড়ছে। প্রতিক্ষায়টি গাড়ি চালকদের আড্ডার জায়গা হয়ে গেছে। এক দিকে বাস, অন্য দিকে ম্যাজিক গাড়িগুলো সঠিক জায়গায় না দাড়ালে যখন তখন বড় বিপদ ঘটতে পারে বলে স্থানীয়দের দাবী।