উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : আনুমানিক সকাল সাতটা কুড়ি নাগাদ ময়নাগুড়ি রোড সংলগ্ন কালিবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু। যুবকের নাম সঞ্জীব রায় বয়স৩০, বাবার নাম হরি রায়, বাড়ি ডাঙ্গাপাড়া, বাবা একজন দিনমজুর উনার দুই ছেলে। এক ছেলে এর আগে ট্রেন দুর্ঘটনায় মারা যায় পরবর্তীতে আরেক ছেলে এদিন ট্রেনের ধাক্কায় মারা যায়।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, গ্রামে শোকের ছায়া নেমে আসে। মৃতের আত্মীয় জানান, এটা দুঃখজনক ঘটনা পরপর দুটি ছেলের পরপর দুটি ছেলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানা পুলিশ ও ময়নাগুড়ি জিআরপি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।