উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : রাজ্যে তিনটি বিধানসভায় উপ নির্বাচনে জয়ের পর উত্তেজনা ছড়াল ময়নাগুড়িতে। পুড়িয়ে দেওয়া হল বিজেপি সদ্যের বাইক, মারধর বিজেপির কর্মীকে। ঘটনার অস্বীকার তৃনমূলের।
জানা গেছে, সোমবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের রাজারহাট এলাকায় তৃনমূল কংগ্রেসের বিজয় উল্লাস চলছিল। ঠিক সেসময় এক বিজেপির কর্মী কুটুক্তি করে। এরপর তৃনমূল কংগ্রেসের কর্মীরা তাকে মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে তার বাইকটি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অবশ্য বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করেছে তৃনমূল।