উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : পুজোর আগে জলপাইগুড়ি শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো পুলিশ। দখল মুক্ত করতে ব্যবসায়ীদের করজোড়ে আবেদন করলো সদর ওসি ট্রাফিক। জলপাইগুড়ি সদর ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ ফুটপাতে বসা ব্যবসায়ীদের উঠিয়ে দিয়ে রাস্তা দখল মুক্ত করতে যৌথ ভাবে শহরে নামে।
জলপাইগুড়ি শহরের দিন বাজার, কদমতলা, ডিভিসি রোড সহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এদিন পুলিশকে ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে হাত জোড় করে ফুটপাত মুক্ত করার আবেদন জানাতে দেখা যায়। তবে পুলিশের এই ধরনের অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ীদের একাংশ। তাদের বক্তব্য করোনার প্রকোপে একেই ব্যাবসা নেই। না খেয়ে মরতে বসেছে তারা। তার উপর উচ্ছেদ মেনে নেওয়া যায় না। পুলিশের উচিৎ ছিল তাদের সাথে আলোচনায় বসা।