উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : মাল ব্লকের ওয়াশাবাড়ী চা বাগানের মানা লাইনের ফুটবল মাঠে ওয়াশাবাড়ী সেঞ্জেভিয়ার ক্লাবের সৌজন্যে এক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। প্রয়াত রোহিত খেস মেমোরিয়াল উইনার্স ও রানার্স প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল ৮ ই ডিসেম্বর থেকে।
বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৬ টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। লিসরিভার ও বাগ্রাকোটের মধ্যে ফাইনাল খেলায়, লিসরিভার ১-০ গোলে জয়লাভ করে। ফাইনাল খেলায় বাগানের সঞ্চালক রাজকুমার মন্ডল ও বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত তসিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ক্লাবের সচিব রুপেশ মিঞ্জ বলেন, করোনার জন্য ১৯ মাস স্কুল কলেজ বন্ধ। অধিকাংশ বাচ্চারা ব্যস্ত মোবাইল ফোন নিয়ে। তাদের ফিটনেশ কমে যাচ্ছে। খেলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এই প্রতিযোগিতা করা হয়েছে। মুখ্য অতিথি রাজকুমার মন্ডল বলেন, দুই দলই ভাল খেলেছে।