উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : প্রথম সেমিস্টার সহ অন্যান্য ক্ষেত্রে সব ছাত্র-ছাত্রীদের ভর্তির দাবিতে সোমবার মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভের জেরে কলেজের সামনে জাতীয় সড়ক খানিক সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। জাতীয় সড়কের দু’ধারে আটকে পড়ে বহু যানবাহন। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। জানাগেছে, চলতি বছরে উচ্চমাধ্যমিক পাস করা কয়েকশ পড়ুয়া প্রথম সেমিস্টারে ভর্তি হতে পারেনি। এই সব ছাত্র-ছাত্রীদের ভর্তির দাবি জানিয়ে এর আগে টিএমসিপির পক্ষ থেকে একাধিকবার কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি দেওয়া হয়।
সোমবার এই দাবিতে দুপুরে কলেজের গেট আটকে কয়েকশ ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করে। কলেজের সামনেই ৩১ নম্বর জাতীয় সড়ক। বিক্ষোভের জেরে খানিক সময়ের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে বহু গাড়ি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। টিএমসিপির মাল টাউন ইউনিটের সভাপতি বিট্টু দে বলেন, আমরা চাই সমস্ত ছাত্র-ছাত্রী ভর্তি হোক। সবাই পড়াশোনার সুযোগ পাক। আমরা এর আগে এই বিষয় নিয়ে স্মারক লিপি দিয়েছি। সমস্যা না মেটায় আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এই নিয়ে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপিকা নন্দিতা মুখোপাধ্যায় জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।