উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৮ ই অক্টোবর ২০২১ : শুক্রবার : ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গারহাট ১ বুথের পঞ্চায়েত সদস্য শিবেশ্বর রায়। পুজোর প্রাক মূহুর্তে তার বুথের প্রায় ৩৫০ জন জব কার্ডধারীর মধ্যে প্রায় ৩০০ জব কার্ডধারী একশো দিনের প্রকল্পের কাজ পেয়েছেন।
পুজোর মধ্যেই একশো দিনের কাজের টাকা তাদের একাউন্টে ঢুকার সম্ভাবনা রয়েছে বলে জানান ওই বুথের পঞ্চায়েত সদস্য শিবেশ্বর রায়। আর সেই সুবাদে খুশি ওই বুথের একশো দিনের জবকার্ডধারীরা। এক জব কার্ডধারী অনিতা রায় বলেন, আমরা গরিব মানুষ, তার মধ্যে কাজকর্ম নাই, পুজোর মধ্যে একশো দিনের প্রকল্পের কাজের টাকা পেলে খুবই উপকৃত হব। পুজোয় ভালোমন্দ খাওয়া, নতুন পোষাক কেনা ও আনন্দ করতে পারবো।