উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১১ ই অক্টোবর ২০২১ : সোমবার : ময়নাগুড়ি আনন্দনগর ইয়ুথ ক্লাবের পুজো উদ্বোধন হল রবিবার। পুজোর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মনোজ রায় সহ ক্লাব কর্তারা। এবছর এই ক্লাবের পুজো ৬০ বছরে পদার্পণ করল। ফাইবারের সামগ্রী দিয়ে এই মণ্ডপ তৈরি করছে মেদিনীপুরের শিল্পীরা। এক মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হচ্ছে। ক্লাব উদ্যোক্তাদের দাবি এই পুজো জেলার মধ্যে আলাদা নজর কাড়বে।